1 Answer

0 votes
by

ভৌত পরিবর্তনঃ যে
পরিবর্তনে পদার্থের
অবস্থার (কঠিন, তরল ও গ্যাস)
পরিবর্তন হয় তাকে ভৌত
পরিবর্তন বলে।
রাসায়নিক পরিবর্তনঃ
কোন পদার্থ যখন তার নিজস্ব
ধর্ম সম্পূর্ণ হারিয়ে ভিন্ন
ধর্ম বিশিষ্ট অন্য কোন
পদার্থে পরিণত হয় হওয়াকে
রাসায়নিক পরিবর্তন বলে।
মোমবাতির প্রধান উপাদান
হাইড্রোকার্বন অ্যালকেন।
মোমবাতির দহন করলে ভৌত
পরিবর্তন ও রাসায়নিক
পরিবর্তন উভয়ই ঘটে।
মোমের সলতে আগুন দিলে
তাপের প্রভাবে সলতের
নিচের অংশে কঠিন মোম
গলে তরল মোমে পরিণত হয়।
আবার এই তরল মোম, মোমের
গা বেয়ে নিচের দিকে
পড়লে তরল মোম আবার কঠিন
মোমে রূপান্তরিত হয়।
অর্থাৎ ভৌত পরিবর্তন
সংঘটিত হয়।
মোম + O2(g) → CO2(g) + তাপ +
আলো
পর্যাপ্ত বাতাসের
উপস্থিতিতে মোমের দহনের
ফলে ভিন্ন ধর্ম বিশিষ্ট
কার্বন ডাই-অক্সাইড ও
জলীয়বাষ্প উৎপন্ন হয়।
অর্থাৎ রাসায়নিক
পরিবর্তন সংগঠিত হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...