1 Answer

0 votes
by
যৌগিক অণুবীক্ষণযন্ত্রে
সাধারনত নিম্নেবর্ণিত
অংশগুলো বিদ্যমান থাকেঃ
(i) পাদদেশ (Base) : অণুবীক্ষণ
যন্ত্রের নিম্নাঞ্চলের
ঘোড়ার খুরের মতো যে
অংশটির উপর সমগ্র যন্ত্রটি
অবস্থান করে তাকে
পাদদেশ বলে।
(ii) স্তম্ভ (Pillar) : পাদদেশের
উপরে অবস্থিত এটি বেশ দৃঢ় ও
চওড়া নিরেট অংশ।
(iii) বাহু (Arm) : স্তম্ভের উপরে
ইংরেজী "C" অক্ষরের মত
বাঁকা অংশটিকে বাহু বলে।
এটি স্ক্রুর সাহায্যে
স্তম্ভের সাথে যুক্ত থাকে।
বাহুটিকে প্রয়োজনমত
পেছনের দিকে হেলানো
যায়।
(iv) মঞ্চ ( Stage ) : এটি
স্তম্ভের উপরিভাগে
অবস্থিত আয়তক্ষেত্রাকৃতি
একটি প্লেট বিশেষ। এর
মধ্যস্থলে একটি বড় ছিদ্র
থাকে। অনেকসময় এ ছিদ্রের
পরিমাপ অনুসারে একটি
স্বচ্ছ কাঁচ আটকানো থাকে।
(v) দেহনল (Body-tube) : এটি
বাহুর অগ্রভাগে লম্বভাবে
অবস্থিত (সাধারণত ১৬০
মিঃ মিঃ দীর্ঘ) ফাপা নল
বিশেষ।
(vi) টানা নল (Draw-tube) : এটি
দেহনলের ভেতরে থাকে
এবং একে স্থূল ও সূক্ষ্ম
সন্নিবেশক স্ক্রু (adjust ment
screw)-এর সাহায্যে উপরে-
নিচে নাড়ানো যায়।
(vii) স্থূল ও সূক্ষ্ম সন্নিবেশক
স্ক্রু (Coarse and fine adjustment
screw) : দেহনলের পেছন
দিকে দুটি বড় ও ছোট স্ক্রু
থাকে। এদের যথাক্রমে স্থূল
ও সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু বলে।
স্থূল সন্নিবেশক স্ক্রুটিকে
ঘুরিয়ে টানানলটিকে দ্রুত
উপরে-নিচে উঠানামা
করানো যায়। কিন্তু সূক্ষ্ম
সন্নিবেশক স্ক্রুটিকে
ঘুরালে টানানলটি খুব ধীরে
ধীরে উঠানামা করে।
(viii) নোজ পিস (Nose piece) :
এটি দেহনলের নিম্নপ্রান্তে
অবস্থিত তিন-ছিদ্রযুক্ত
গোলাকৃতির একটি অংশ।
একে চক্রাকারে ঘুরানো
যায়। ছিদ্রগুলোতে বিভিন্ন
বিবর্ধনশক্তি সম্পন্ন
অভিলক্ষ্য (objective)
লাগানো থাকে।
(ix) কনডেন্সার (Condenser) :
স্টেজের ছিদ্রের নিচে এটি
অবস্থিত। দর্পণ থেকে
প্রতিফলিত আলোকরশ্মিকে
উজ্জ্বলতর করাই এর কাজ।
(x) ডায়াফ্রাম (Diaphragm) :
এটি কনডেন্সারের নিচে
অবস্থিত একটি গোলাকৃতির
পর্দা। এর কেন্দ্রস্থলে একটি
ছিদ্র থাকে। ছিদ্রের আয়তন
ছোট-বড় করা যায়।
আলোকরশ্মির তীব্রতা
নিয়ন্ত্রণ করাই এর কাজ।
(xi) অভিনেত্র (Eye piece) :
এটি দেখতে নলাকৃতির, তবে
উপরে ও নিচে একটি করে
লেন্স লাগানো থাকে।
অভিনেত্র টানানলের
ভিতরে ঢুকানো থাকে। এটি
বিভিন্ন বিবর্ধন
শক্তিসম্পন্ন (যেমন- 7x, 10x,
15x, 20x, 40x ইত্যাদি) হয়ে
থাকে।
(xii) অভিলক্ষ্য (Objective) :
এটিও নলাকৃতির ও
লেন্সযুক্ত। নোজ পিসের
গর্তে বিভিন্ন
বিবর্ধনশক্তি সম্পন্ন (যেমন –
4×, 10x, 40x, 60x, 100x
ইত্যাদি) অভিলক্ষ্য প্যাচের
মাধ্যমে যুক্ত থাকে।
(xiii) দর্পণ (Mirror) : মঞ্চের
নিচে একটি সম-অবতল দর্পণ
দন্ডের সাহায্যে স্তম্ভের
সাথে লাগানো থাকে।
দর্পণটি প্রয়োজনমতো
বিভিন্ন দিকে ঘুরিয়ে
মঞ্চের ছিদ্রের ভেতর দিয়ে
আলো প্রতিফলনের দিক
নিয়ন্ত্রন করা যায়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...