ত্বক ও পরিবহনতন্ত্র ছাড়া
উদ্ভিদ দেহের অন্যান্য
অংশগ্রহণকারী
টিস্যুতন্ত্রকে গ্রাউন্ড
টিস্যুতন্ত্র বলে। একে আদি
টিস্যুতন্ত্রও বলে। এক বা
একাধিক টিস্যু নিয়ে এই
টিস্যুতন্ত্র গঠিত।
প্যারেনকাইমা টিস্যু দিয়ে
মূলত এই টিস্যুতন্ত্র গঠিত। এই
টিস্যুতন্ত্র কে দুই ভাগে
ভাগ করা যায় যথা-
বহিঃস্টিলীয় অঞ্চল ও
অন্তঃস্টিলিও অঞ্চল।