আগেরকার দিনে গ্রামের নারীরা পূরানো বা ছিড়ে যাওয়া কাপড় দিয়ে কাথা এক প্রকার কাথা বানাত যার উপর থাকতো বিশেষ কারুকাজ বা নকশা। দেখতে সুন্দর ডিজাইনের নকশাযুক্ত এই কাথাকে নকশী কাথা বলে। এগুলো সম্পর্ণরুপে হাতে সুই সুতা দিয়ে বানানো হত।
বর্তমানে নকশী কাথা তেমন দেখা যায়না। তবুও গ্রামে কেউ কেউ এখনো শখের বসে ছোট আকারে নকশী কাথা সেলাই করেন।