কালো টাকা মানে টাকার রঙ কালো এমন কোন বিষয় নয়।
কোন ব্যক্তির যে সমস্ত টাকা আয়ের উৎস বৈধ নয়, এবং কোন টাকার যদি হিসাব পত্র সরকারকে দেওয়া না হয়। অর্জিত টাকার ট্যাক্স না দিয়া টাকা গোপন করে রাখা হয় তবে তাকে কালো টাকা বলে।
কালো টাকা অর্জিত হয় দুই ভাবে।
একটি হল ঘুষ, মেরে দেওয়া, চুরি ইত্যাদি অবৈধ পথে অর্জন করা টাকা। এগুলোর আয়ের উৎস বৈধ না বলে ব্যক্তি গোপন রাখে।
আরেকটি পথ হচ্ছে স্বাভাবিক পথ। ইনকামের পথ বৈধ। কিন্ত আয়কর বা ট্যাক্স না দেওয়ার জন্য সরকারের কাছে হিসাব না দিয়া গোপন রাখা হলে তা কালো টাকা হিসাবে পরিগনিত হয়।