in ধর্ম ও আধ্যাত্মিক বিষয় by
মু‘জেযা সমূহ সম্পর্কে কিছু লিখ?

1 Answer

0 votes
by
 
Best answer
রাসূলুল্লাহ (সাঃ)-এর মু‘জেযা সমূহ গণনা করা সম্ভব নয়। প্রসিদ্ধগুলি নিম্নরূপ: (১) চন্দ্র দ্বিখন্ডিত করণ।[বুখারী হা/৩৮৬৮-৬৯; মুসলিম হা/২৮০০] (২) মি‘রাজের ঘটনা।[বুখারী হা/৩৮৮৭; মুসলিম হা/১৬২] (৩) কা‘বাগৃহে সালাতরত অবস্থায় মাথায় উটের ভুঁড়ি চাপানো যে সাত জনের বিরুদ্ধে তিনি বদ দো‘আ করেছিলেন, তাদের বদর যুদ্ধে নিহত হওয়া।[বুখারী হা/২৪০, ৫২০; মুসলিম হা/১৭৯৪] (৪) কা‘বাগৃহে সালাতরত অবস্থায় রাসূল (সাঃ)-এর মাথা পা দিয়ে পিষে দেওয়ার জন্য এগিয়ে এলে আবু জাহল সম্মুখে অগ্নিগহবর দেখে ভয়ে পিছিয়ে যায়।[মুসলিম হা/২৭৯৭; মিশকাত হা/৫৮৫৬] (৫) ইয়ামনের যেমাদ আযদী রাসূল (সাঃ)-কে জিনে ধরা রোগী মনে করে ঝাড়-ফুঁক করতে এলে তিনি তাঁর মুখে ইন্নাল হামদা লিল্লাহ, নাহমাদুহূ.. শুনে ইসলাম কবুল করেন।[মুসলিম হা/৮৬৮; মিশকাত হা/৫৮৬০] (৬) মক্কায় একদিন আবুবকরকে সাথে নিয়ে রাসূল (সাঃ) কোথাও যাচ্ছিলেন। ইবনু মাসঊদ বলেন, তখন আমি উক্ববা বিন আবু মু‘আইতের বকরী চরাচ্ছিলাম। তিনি বললেন, হে বৎস! দুধ আছে কি? আমি বললাম, আছে। কিন্তু আমি তো আমানতদার মাত্র। তখন তিনি বললেন, বাচ্চা (নাবালিকা) ছাগীটি নিয়ে এস। অতঃপর আমি নিয়ে গেলে তিনি তার বাঁট ছুঁয়ে দিলেন। তখন দুধ নেমে আসে। ফলে তিনি ও আবুবকর পেট ভরে পান করেন। অতঃপর তিনি পুনরায় বাঁটে হাত দেন ও দুধ বন্ধ হয়ে যায়। যাওয়ার সময় তিনি আমার মাথায় হাত বুলিয়ে বলেন, হে বৎস! আল্লাহ তোমাকে অনুগ্রহ করুন’।[আহমাদ হা/৩৫৯৮, সনদ ‘হাসান’] (৭) হিজরতের শুরুতে ছওর গিরিগুহায় অবস্থানকালে শত্রুর আগমন টের পেয়ে তিনি বলেন, আমরা দু’জন নই, তৃতীয় জন আমাদের সাথে আল্লাহ আছেন।[বুখারী হা/৩৬৫৩; মুসলিম হা/২৩৮১] (৮) হিজরতকালে উম্মে মা‘বাদের রুগ্ন বকরীর শুষ্ক পালান দুধে ভরে যাওয়া।[হাকেম হা/৪২৭৪; মিশকাত হা/৫৯৪৩] (৯) পিছু ধাওয়াকারী সুরাক্বা বিন মালেকের ঘোড়ার পাগুলি মাটিতে দেবে যাওয়া। অতঃপর ফিরে যাওয়া।[বুখারী হা/৩৬১৫; মিশকাত হা/৫৮৬৯] (১০) হিজরতের পরপরই ইহূদী পন্ডিত আব্দুল্লাহ বিন সালামের তিনটি প্রশ্নের জওয়াব দেওয়া। যা নবী ব্যতীত কারু পক্ষে সম্ভব ছিল না।[বুখারী হা/৪৪৮০; মিশকাত হা/৫৮৭০] (১১) হোদায়বিয়ার কূয়া থেকে এবং তাবূকের সফরে হাতের আঙ্গুল সমূহ থেকে শুষ্ক ঝর্ণায় পানির প্রবাহ নির্গমন।[বুখারী হা/৩৫৭৬, ৪১৫০; মুসলিম হা/৭০৬ (১০)] (১২) অন্য এক সফরে তৃষ্ণার্ত হলে সওয়ারী এক মহিলার দু’টি মশক থেকে পানি নিয়ে একটি পাত্রে ঢালেন। অতঃপর তা থেকে সাথী ৪০ জন ও সওয়ারীর পশুগুলি পান করে। অতঃপর সমস্ত পাত্র ভরে নেওয়া হয়। এরপরেও মহিলাকে তার মশক দু’টি পূর্ণভাবে পানি ভর্তি অবস্থায় ফেরৎ দেওয়া হয়।[বুখারী হা/৩৫৭১; মিশকাত হা/৫৮৮৪] (১৩) একবার মদীনার ‘যাওরা’ বাজারে রাসূল (সাঃ) একটি পানির পাত্রে হাত রাখলে আঙ্গুল সমূহের ফাঁক দিয়ে এত বেশী পানি প্রবাহিত হয় যে, ৩০০ বা তার কাছাকাছি মানুষ তা পান করে পরিতৃপ্ত হয়।[বুখারী হা/৩৫৭২; মিশকাত হা/৫৯০৯] (১৪) মসজিদে নববীতে দূরাগত মুছল্লীদের ওযূর পানিতে কমতি হলে রাসূল (সাঃ) ছোট্ট একটি পাত্রে হাত ডুবিয়ে দেন। অতঃপর তা থেকে ৮০ জনের অধিক মুছল্লী ওযূ করেন (বুখারী হা/১৯৫)। (১৫) মসজিদে নববীতে মিম্বর স্থাপিত হলে রাসূল (সাঃ) ইতিপূর্বে খেজুর গাছের যে খুঁটিতে ঠেস দিয়ে খুৎবা দিতেন, সেটি ত্যাগ করে মিম্বরে বসেন। তখন খুঁটিটি শিশুর মত চিৎকার দিয়ে কাঁদতে থাকে। রাসূল (সাঃ) নীচে নেমে তার গায়ে হাত বুলিয়ে দিলে সে থেমে যায়।[বুখারী হা/৩৫৮৪-৮৫; মিশকাত হা/৫৯০৩] তিনি বলেন, যদি আমি তাকে বুকে টেনে আদর না করতাম, তাহলে সে ক্বিয়ামত পর্যন্ত এভাবেই কাঁদতে থাকত।[ইবনু মাজাহ /১৪১৫; সহীহাহ হা/২১৭৪] (১৬) গাছ ও পাথরের সিজদা করা।[তিরমিযী হা/৩৬২০; মিশকাত হা/৫৯১৮] (১৭) বৃক্ষের হেঁটে চলে আসা ও পুনরায় তার স্থানে ফিরে যাওয়া [আহমাদ হা/১২১৩৩; মিশকাত হা/৫৯২৪] এবং দু’টি গাছ একত্রিত হয়ে তাঁর জন্য নীচু হয়ে তাঁর হাজত সারার জন্য আড়াল করা।[মুসলিম হা/৩০১২; মিশকাত

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...