ইবাদত কবুল হওয়ার জন্য তিনটি শর্ত পূরণ হতে হয়:
1. ইমান (বিশ্বাস): ইবাদতকারীকে অবশ্যই আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং তাওহীদের (আল্লাহর একত্ববাদ) প্রতি অঙ্গীকার রাখতে হবে। যিনি শিরক (আল্লাহর সাথে অংশীদার করা) করেন, তার ইবাদত কবুল হবে না।
2. ইখলাস (আন্তরিকতা): ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। এতে অন্য কোনো উদ্দেশ্য বা প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আল্লাহ বলেন, "তোমরা আল্লাহর জন্যই ইবাদত করো, তাঁর সঙ্গে কোনো শরীক করো না।" (সূরা আন-নিসা, আয়াত ৩৬)
3. মুতাবাআ (রসূলুল্লাহ ﷺ এর অনুসরণ): ইবাদত নবী মুহাম্মাদ ﷺ এর শেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। আল্লাহর রাসূল ﷺ এর সুন্নাহর বিপরীতে কোনো ইবাদত করলে তা বিদআত হিসেবে গণ্য হবে, এবং বিদআত আল্লাহর নিকট কবুল নয়।
এই তিনটি শর্ত পূরণ করলে ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়।