in সাধারণ জিজ্ঞাসা by
ঝাল কমানোর উপায় কি?

ঝাল লাগলে কি করব?

1 Answer

0 votes
by
অনেকেই বেশি ঝাল খেতে পারেন না। খাবার খাওয়ার সময় বেশি ঝাল লাগলে বার বার পানির বদলে একবার দুধ বা দই, ঘি, মাখন এসবের একটি খান, নিমেশেই আরাম পাবেন। ঝালের ভয়ে যারা ভালো করে গোশ খেতে পারেন না তারা খাবার সময় পাশে দই নিয়ে খেতে বসুন। ঝাল লাগলে মুখে দই মাখিয়ে নিবেন। এত আরাম পাবেন যে বারবারই আপনি ঝাল তরকারি খেতে চাইবেন।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...