বাকী দুইজন সাহাবীর সঙ্গে অপরাধীরা কী করল? উত্তরঃ ৭০ জন কুরআন পাঠককে রাসূল এট নজদবাসীর লোকদের কাছে পাঠালেন । কিন্তু যখন তারা বানী আমির, হারাব ও সালিম বাসীর মাঝে মাউনা নামক স্থানে পৌছলেন তখন বিশ্বাসঘাতকতার সঙ্গে তাদেরকে আক্রমণ করে বসল এবং আমির বিন উমাইয়া (রা) ছাড়া বাকি সবাইকে শহীদ করে ফেলল।