in রসায়ন by
বায়োফুয়েল কি?

2 Answers

0 votes
by
প্রকৃত অর্থে জীবদেহ যখন জ্বালানি হিসাবে কাজ করে তখন তাকে বায়োফুয়েল বলে।
তথাপি জীব বিশেষ করে উদ্ভিদ দেহের বিধ্বংসী পাতনে মাটির নিচে যে পেট্রোলিয়াম বা খনিজ তেল পাওয়া যায় তা বায়োফুয়েল হলেও প্রথম দিকে মাটি খুড়ে পাথরের ফাক বা নিচ থেকে সংগ্রহ করা হত বলে একে রক তেলও বলে তাই প্রচলিত হয়ে গেছে। বর্তমানে একে বায়ো ফুয়েল বলা হয়না।

বর্তমানে বায়ো ফুয়েল বলতে, কৃত্রিম ভাবে খাদ্য শস্য থেকে যে তেল জ্বালানি উৎপন্ন করা হয় তাকে বায়ো ফুয়েল বলে।

যেমন ধান থেকে বিভিন্ন ধাপে এলকোহল জাতীয় জ্বালানি তৈরি করা হয়। এটি বায়ো ফুয়েল নামে পরিচিতি পেয়েছে।
0 votes
by
Any fuel that is derived from biomass—that is, plant or algae material or animal waste.
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...