কেউ কাউকে সম্পূর্ণ ভাবে ইলেকট্রন না দিয়ে যখন মৌল বা মূলক গুলো ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে বন্ধন এর মাধ্যমে অনু গঠন করে তখন তাকে সমযোজী অনু বলে।
এই প্রকার বন্ধনকে সমযোজী বন্ধনও বলে।
যেমন পানি H2O এখানে হাইড্রোজেন ও অক্সিজেন কেউ কাউকে ইলেকট্রন দেয়না বরং দুজনই ইলেকট্রন শেয়ার করে। শেয়ারকৃত ইলেকট্রন উভয়ের মাঝখানে পরিদিপ্ত থাকে।