in রসায়ন by
সমযোজী বন্ধন কী?

সমযোজী অনু কি

1 Answer

0 votes
by
কেউ কাউকে সম্পূর্ণ ভাবে ইলেকট্রন না দিয়ে যখন মৌল বা মূলক গুলো ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে বন্ধন এর মাধ্যমে অনু গঠন করে তখন তাকে সমযোজী অনু বলে।
এই প্রকার বন্ধনকে সমযোজী বন্ধনও বলে।

যেমন পানি H2O এখানে হাইড্রোজেন ও অক্সিজেন কেউ কাউকে ইলেকট্রন দেয়না বরং দুজনই ইলেকট্রন শেয়ার করে। শেয়ারকৃত ইলেকট্রন উভয়ের মাঝখানে পরিদিপ্ত থাকে।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...