পারদ। পারদ তরল হলেও ধাতু। পারদকে বলা হয় ভারী ধাতু। পারদ বিষাক্ত কিন্তু দাতের ফিলিং চিকিৎসাতে পারদের ব্যবহার রয়েছে।
থার্মোমিটার তৈরি হয় পারদ দিয়ে।
পারদ হাত দিয়ে ধরা খুবই মুশকিল কারণ পারদ তাপ সেন্সিটিভ। হাতের উষ্ণতা পারদকে দূরে ঠেলে দেয় বলে পারদ ধরা কঠিন।