রোমানদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে কাফেলার লোকেরা কি সংবাদ ছড়াল? উত্তরঃ তারা বলল যে, রোমানরা ৪০ হাজার যোদ্ধা জড়ো করেছে। তাছাড়া লুকহাম, জুদহাম ও অন্যান্য গোত্রের লোকদের সঙ্গে তাদের পারস্পরিক মৈত্রী হল। তারা এছাড়াও বলল যে, সৈনিকদের সেনাপতি বালকায় পৌছে গেছে।