চৌম্বক পদার্থ দিয়ে চৌম্বক তৈরির সময় যদি এলোমেলো ডিপোল বিন্যাস করা যায় তাহলে ঐ চৌম্বক দন্ডের বিভিন্ন স্থানে চুম্বকের বিভিন্ন মেরু সৃষ্টি করে একই দন্ডে দুই মেরুর বদলে কয়েকটি মেরু সৃষ্টি করে ফলে দুইয়ের অধিক স্থান চুম্বক আকর্ষণ শক্তি লাভ করে। এই একাধিক স্থানের চুম্বক ক্ষমতাকে বলয় চুম্বক বলে ।