in বিজ্ঞান ও প্রযুক্তি by
শলাকা চুম্বক বলতে কি বোঝায়?

 চুম্বক শলাকা কি ?

Chumbak solaka kake bole

1 Answer

0 votes
by
যে চুম্বকের ঠিক মাঝ বরাবর একটি ছিদ্র বা বিশেষ গর্ত থাকে এবং সেখানে সুচালো পিন দ্বারা চুম্বকটিকে দাড়িপাল্লার মত উলম্ব করলে তা বিনা বাধায় ঘুরতে পারে তাকে শলাকা চুম্বক বলে। কম্পাস তৈরিতে এই চুম্বক ব্যবহার হয়।

আমরা জানি চুম্বকের দূটো মেরু থাকে, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। এই নাম কারণ দন্ড চুম্বককে সুতায় বেধে ঝুলিয়ে দিলে তা উত্তর দক্ষিন দিকে মুখ করে অবস্থান করে। যদি হাত দিয়ে ঘুরিয়ে দেন তবুও নড়া থামলে একই উত্তর দক্ষিণ মুখ করেই থেমে থাকবে।
শলাকা চুম্বক এই নীতিতেই কাজ করে। সুতায় ঝুলানোর বদলে সূচালো পিনের উপর দাড়িপাল্লার মত রাখা হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...