in সাধারণ জিজ্ঞাসা by
উপজেলা ও থানার মধ্যে পার্থক্য কর

1 Answer

0 votes
by
থানা ও উপজেলার মধ্যে কিছু পার্থক্য দেখা যায়।
যেকোন স্থানে থানা গঠিত হতে পারে। থানা গঠনের জন্য শহর নগর অপরিহার্য নয়। তবে উপজেলা সাধারণত নগর বা শহর নিয়ে গঠিত হয়।

থানাতে পৌরসভা থাকেনা। উপজেলাতে পৌরসভা থাকে

থানা হল, কয়েকটি ইউনিয়নের অধিন বা একটি অঞ্চলের অপরাধ কর্মকান্ড, নিয়ন্ত্রণের কাঠামো।
উপজেলা থানার মতই সকল কাজ করা ছাড়াও বিচার ব্যবস্থা, শহর বা নগর গঠন। নগরের বাসীন্দাদের সূযোগ সুবিধার জন্য পৌরসভা গঠন, মেয়র, পয়ঃনিষ্কাশন ইত্যাদি শহরকেন্দ্রিক সকল সেবা, স্বাস্থ্য সেবা, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, উন্নত স্কুল ব্যবস্থা ইত্যাদি থাকে।  থানাতে এগুলো নাও থাকতে পারে। শুধু মাত্র পুলিশ স্টেশন বসিয়েও থানা গঠন করা যায়। কিন্তু উপজেলা গঠন করা যায়না। উপজেলা অনেকটা জেলার মতই। তবে জেলার আন্ডারে অপেক্ষাকৃত ছোট অঞ্চল।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...