01-04-2022 তারিখ থেকে আবার পেমেন্ট চালু হচ্ছে। ১৫ দিন পর পর পেমেন্ট করা হবে। ১০০০ (এক হাজার) পয়েন্ট হলে ২০০ টাকা প্রদান করা হবে।
অথবা
৫০টি প্রশ্ন করলে ১০ টাকা এবং ৫০টি উত্তর দিলে ৩০ টাকা দেওয়া হবে। (৩ লাইনের কম সংক্ষিপ্ত উত্তরের ক্ষেত্রে ২০ টাকা ধরা হবে। কপি উত্তর ধরা হবেনা।)
শুধু প্রশ্ন করলেই হবেনা, উত্তরও দিতে হবে।
যেনতেন খুবই নিম্ন মানের প্রশ্নের জন্য পেমেন্ট করা হবেনা।
সবকিছু বুঝে শুনে কাজ করবেন। আমি নতুন তাই জানিনা এমন কথা শোনা হবেনা।
আপনারা নীতি মালা মেনে প্রশ্ন করুন। এখানে ক্লিক করে নীতিমালা পড়ুন অথবা পেমেন্ট পেজে নীতিমালা দেওয়া আছে।
নীতিমালা না মেনে প্রশ্ন করা হলে পেমেন্ট পাবেন না অথবা আংশিক পেমেন্ট করা হবে ।