in স্বাস্থ্য ও চিকিৎসা by
হার্ট এটাক বা হার্ট ফেইলে CPR treatment এর গুরুত্ব কি?

1 Answer

0 votes
by
Cardiopulmonary resuscitation বা CPR হচ্ছে হার্ট এটাক রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটি পদ্ধতি।

এই পদ্ধতিতে মানুষের শ্বাস প্রশ্বাসের সংকোচন প্রসারন অনুযায়ী অর্থাৎ মিনিটে ৭২ বার এর মত বুকের কিছুটা বামে যেখানে হার্ট বা হৃদপিণ্ড থাকে তার উপর প্রেস করা।

হার্ট এটাকে আক্রান্ত রোগী অচেতন হলে বা ডাক্তারের কাছে নিতে দেরি হলে এইরকম প্রেস করা হয় রোগীর নিশ্বাস প্রশ্বাসের ছন্দে ছন্দে। কারণ হার্ট এটাক এর ফলে হৃদপিন্ড বন্ধ হয়ে গেলে রোগী মারা যেতে পারে কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনি বন্ধ না হলে দুর্বল হয়ে পড়ে যে আর সংকোচন প্রসারন হতে পারেনা। ফলে বুকের উপর একই ছন্দে চাপ দিলে হৃদপিণ্ড কিছুটা বাহ্যিক চাপে সংকোচিত প্রসারিত হয়ে রক্ত অল্প হলেও সাপ্লাই করতে পারে। এতে রোগীর মৃত্যুর আশংকা কমে এমনকি তাড়াতাড়ি মৃত্যুর দিকে যায়না বলে ডাক্তারের কাছে নেওয়ার সময় পাওয়া যেতে পারে। তীব্র এটাকের রোগীর জীবন বাচাতে এই cpr এর তাই গুরুত্ব অপরিসীম। নিশিত মৃত্যু থেকে রোগীর জীবন বাচাতে পারে এই cpr প্রাথমিক চিকিৎসা।
মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...