in স্বাস্থ্য ও চিকিৎসা by
হার্ট এটাক বা হার্ট ফেইলে CPR treatment এর গুরুত্ব কি?

1 Answer

0 votes
by
Cardiopulmonary resuscitation বা CPR হচ্ছে হার্ট এটাক রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটি পদ্ধতি।

এই পদ্ধতিতে মানুষের শ্বাস প্রশ্বাসের সংকোচন প্রসারন অনুযায়ী অর্থাৎ মিনিটে ৭২ বার এর মত বুকের কিছুটা বামে যেখানে হার্ট বা হৃদপিণ্ড থাকে তার উপর প্রেস করা।

হার্ট এটাকে আক্রান্ত রোগী অচেতন হলে বা ডাক্তারের কাছে নিতে দেরি হলে এইরকম প্রেস করা হয় রোগীর নিশ্বাস প্রশ্বাসের ছন্দে ছন্দে। কারণ হার্ট এটাক এর ফলে হৃদপিন্ড বন্ধ হয়ে গেলে রোগী মারা যেতে পারে কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনি বন্ধ না হলে দুর্বল হয়ে পড়ে যে আর সংকোচন প্রসারন হতে পারেনা। ফলে বুকের উপর একই ছন্দে চাপ দিলে হৃদপিণ্ড কিছুটা বাহ্যিক চাপে সংকোচিত প্রসারিত হয়ে রক্ত অল্প হলেও সাপ্লাই করতে পারে। এতে রোগীর মৃত্যুর আশংকা কমে এমনকি তাড়াতাড়ি মৃত্যুর দিকে যায়না বলে ডাক্তারের কাছে নেওয়ার সময় পাওয়া যেতে পারে। তীব্র এটাকের রোগীর জীবন বাচাতে এই cpr এর তাই গুরুত্ব অপরিসীম। নিশিত মৃত্যু থেকে রোগীর জীবন বাচাতে পারে এই cpr প্রাথমিক চিকিৎসা।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...