2 Answers

0 votes
by
ক্রোমোসোমও একবার বিভাজিত হয়। ফলে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। তাই মাইটোসিসকে বলা হয় সমীকরনিক বিভাজন বা Equational Didision মাইটোসিসের ফলে যে দুটি কোষ সৃষ্টি হয় তারাও প্রস্তুতি গ্রহন করে আবার বিভাজিত হয়।
0 votes
by
মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ এর নিউক্লিয়াস একবার বিভাজনের মাধ্যে যে নতুন দুটি নিউক্লিয়াস সৃষ্টি করে তাতে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজমের সংখ্যার সমান থাকে। যেহেতু বিভাজনের পূর্বে মাতৃকোষে যত সংখ্যাক ক্রোমোজোম থাকে, বিভাজনের পর নতুন কোষেও সমান সংখ্যাক ক্রোমোজোম থাকে তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরনিক বিভাজন বলা হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...