মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ এর নিউক্লিয়াস একবার বিভাজনের মাধ্যে যে নতুন দুটি নিউক্লিয়াস সৃষ্টি করে তাতে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজমের সংখ্যার সমান থাকে। যেহেতু বিভাজনের পূর্বে মাতৃকোষে যত সংখ্যাক ক্রোমোজোম থাকে, বিভাজনের পর নতুন কোষেও সমান সংখ্যাক ক্রোমোজোম থাকে তাই মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরনিক বিভাজন বলা হয়।