আসক্তিঃ কোন জিনিসের প্রতি প্রথমে মানসিক আকর্ষণ শুরুর জন্য তা গ্রহনে অভ্যাস হয়ে গেলে শারীরিক আকর্ষণে পরিণত হয়। এই সময় বিষয়টি না পেলে শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এ ধরণের আকর্ষণ বা আকাঙখাকে আসক্তি বলে।
যেমন কিছুদিন সিগারেট খাওয়া শুরু করলে তা শারীরিক এমন অভ্যস্ত হয়ে ওঠে যে পরে সিগারেট না পেলে শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ফলে মন মানসিকতা ভাল থাকেনা। সিগারেট পেতে যা কিছু করার জন্য প্রস্তুত হয়। এটাই আসক্তি। আসক্তি খারাপ জিনিস যা শারীরিক সুস্থ্যতা নষ্ট করে দেয়।