বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং হল বুর্জ ডুবাই। এটি ১৮০ তলার ডিজাইন হলেও ১৭০ তলা পূর্ণ। বাকি গুলো কাজ চলছে বলে জানা যায়। এটি আরব আমিরাতের ডুবাই অবস্থিত।
যদিও পরে একটি নিউজ হয়েছিল যে সৌদি আরবে সবচেয়ে বড় বিল্ডিং হবে যা বুর্জ খলিফা নামে খ্যাত। সেটি ২৩০ তলা হবে বলেও জানা গিয়েছিল। কিন্তু সেটি পরিকল্পনা ছিল। বাস্তবায়িত বিল্ডিং নয়। এবং পরে সেই বিল্ডিং তৈরি হচ্ছে কিনা তাও জানা যায়নি। তাই উদ্বোধন না হওয়া পর্যন্ত বুর্জ ডুবাইই বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং।