কয়েকটি অপারেটিং সিস্টেম হল
১। উইন্ডোজ
২। এন্ড্রয়েড
৩। লিনাক্স
৪। ম্যাক অপারেটিং সিস্টেম
৫। ফ্রি বিএসডি।
ইত্যাদি।
একটি কম্পিউটার বা মোবাইল ফোন চালু হবার সময় ও পরে আমরা যা দেখতে পাই তাই অপারেটিং সিস্টেম। এটি কম্পিউটার বা মোবাইলকে বিভিন্ন ফাংশনের মাধ্যমে পরিচালিত করে আমাদের কাজ সম্পাদন করতে দেয়। অর্থাৎ আমাদের নির্দেশ মত কম্পিউটারকে কাজ করার অপারেশন সম্পাদন করে।