in ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি by
নগদ একাউন্ট কিভাবে দেখা যায়?

1 Answer

0 votes
by
যে সিমে নগদ একাউন্ট করেছেন, মোবাইলের কিবোর্ড থেকে *১৬৭# ডায়াল করে সেই সিম দিয়া কল বাটন চাপুন।
২-৫ সেকেন্ডের মধ্যে নগদ মোবাইল মেনু চলে আসবে।

মেনু থেকে আপনার প্রয়োজনীয় কাজের মেনু সিলেক্ট করতে মোবাইলের জয় স্টিক বা ওকে বাটন চাপুন রিপ্লাই অপশন পাবেন সেখানে মেনুতে থাকা নাম্বার টি দিয়ে সেন্ড করলে সেই ফাংশনে যাবে।

যেমন ব্যালান্স চেক হল 7 নাম্বারে my nagad. কাজেই ৭ রিপ্লাই করলে my nagad অপশনে যেতে পারবেন সেখান থেকে চেক ব্যালান্স এ যেয়ে পাসওয়ার্ড দিলে ব্যালান্স দেখতে পাবেন।

এছাড়া নগদ এপস ব্যবহার করে আরও সহজে সকল ফাংশন বা অপশন পাবেন।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...