1 Answer

0 votes
by
bmi full meaning বা পূর্নরুপ হচ্ছে body mass index.
মূলত শরীরের উচ্চতা ব্যাস ও ওজনের সামঞ্জস্যতাকে bmi বলে। শরীরের সুস্থ্যতা নিয়ে জীবন যাপনের ক্ষেত্রে বিএমআই জানা গুরুত্বপূর্ণ।
বৈজ্ঞানিক ভাবে দেহের মোট হাড় মাংস এবং চর্বির অনুপাতই bmi এর উদ্দেশ্য।

একজন মানুষ ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা কিন্তু তার ওজন ৮০ কেজির উপর।

তাহলে এখানে ব্যক্তিকে স্থুলকায় বলা হয়। তিনি বেশ মোটা এবং দেহে প্রচুর চর্বিও উপস্থিত। এই স্থুলকায় শরীর সহজে রোগাক্রান্ত হয়। শুধু রোগ নয়, চলা ফেরা, দৈনন্দিন কাজ কর্ম করতে অসুবিধা হয় যা মোটেও সুখী জীবনের পরিচায়ক নয়।

একজন সুস্থ্য সবল স্বাভাবিক ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা মানুষের পুরুষ ৬০ কেজি হওয়া উচিত তবে এটি একটি রেঞ্জের ভেতর ধরা হয় যেমন ৫২-৬৫ থাকা উচিত। এর বেশি বা কম কোনটাই ভাল নয়।

বিএমআই নির্ণয়ের ক্ষেত্রে এই মান ধরা হয় ১৮-২৫
যদি ২৫ এর বেশি বিএমআই হয় তবে ব্যক্তি বেশি স্থুলকায় তাহার শরীরের ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়। আবার ১৮ এর কম হলে ভাল খাবার খেয়ে ওজন বাড়ানোর পরামর্শ দেওয়া।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...