blog হল অনলাইন ব্যক্তিগত জার্নাল। অর্থাৎ ব্লগ একটি প্রকাশনা সিস্টেম যা কোন ব্যক্তি ব্যক্তিগত ভাবে তার মতামত, ভালো লাগা, বা যেকোন বিষয়ে নিয়মিত যখন খুশি প্রকাশ করতে পারেন।
বর্তমানে ব্যক্তিগত পাবলিক ব্লগও প্রচলিত অর্থাৎ একটি ব্লগ ডোমেইনে অন্যরা একাউন্ট করার মাধ্যমে নিজেরা একটি প্রকাশনা পেজ পান। সেখানে তারা তাদের নিবন্ধ প্রকাশ করেন যা আবার হোমপেজ নামক একটি পেজে সকলের আর্টিকেল একসাথে প্রদর্শিত হয়।