in জীব বিজ্ঞান by
মানুষ খেকো গাছের কথা, কত গল্প শোনা যায়। সত্যি মানুষ খেকো কোন গাছ আছে?

2 Answers

0 votes
by
না। মানুষ খেকো গাছ বলে কিছু নাই।

আসলে কিছু উদ্ভিদ প্রাণিজ পচা জৈব পদার্থ থেকে পুষ্টি শোষন করে। 

এই জন্য জীবকে মেরে ফেলতে তাদের বিশেষ ব্যবস্থা থাকে।

যেমন কলসি উদ্ভিদ।

এর পাতা কলসের মত। ভেতরে ছোট প্রাণি ব্যাং ইদুর ইত্যাদি যেয়ে আশ্রয় নিলে উদ্ভিদের পাতার কলসের মুখ বন্ধ হয়ে ভেতরে বিষাক্ত পদার্থ ক্ষরন হয়। এতে প্রাণিটি মারা যায় এবং এক সময় পচতে শুরু করে।

যখন পচে তখন পাতার ঐ অংশ থেকে শিকড় গজিয়ে পচা দেহ থেকে খনিজ লবন ও পুষ্টি শোষন করে।

একে ভুয়া বাজরা নানা রঙ চড়িয়ে মানুষ খেকো গল্প বানিয়ে ছড়ায়।
0 votes
by
মানুষ খেকো গাছ বলে কিছু নাই। আসলে কিছু উদ্ভিদ প্রাণিজ পচা জৈব পদার্থ থেকে পুষ্টি শোষন করে। এই জন্য জীবকে মেরে ফেলতে তাদের বিশেষ ব্যবস্থা থাকে। যেমন কলসি উদ্ভিদ। এর পাতা কলসের মত। ভেতরে ছোট প্রাণি ব্যাং ইদুর ইত্যাদি যেয়ে আশ্রয় নিলে উদ্ভিদের পাতার কলসের মুখ বন্ধ হয়ে ভেতরে বিষাক্ত পদার্থ ক্ষরন হয়। এতে প্রাণিটি মারা যায় এবং এক সময় পচতে শুরু করে। যখন পচে তখন পাতার ঐ অংশ থেকে শিকড় গজিয়ে পচা দেহ থেকে খনিজ লবন ও পুষ্টি শোষন করে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...