The এর উচ্চারণঃ
স্থান ও ভায়োয়েল ভেদে the এর উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়।
১। The কে দি উচ্চারণঃ যখন the এর পরের শব্দে প্রথমে vowel থাকে তখন the দি উচ্চারণ করতে হয়। যেমন The egg
২। the কে দ্যা উচ্চারণঃ যখন the এর পরের শব্দে consonant থাকে তখন দ্যা উচ্চারণ হয়।
যেমন He walking in the morning.
তবে আরও কিছু ক্ষেত্রে একটি নিয়ম পালন করা হয়।
যেমন বাক্যের প্রথম the থাকলে তা দি উচ্চারণ হয়।
এবং বাক্যের ভেতরে the থাকলে তা দ্যা উচ্চারণ হয়।