কলসী উদ্ভিদঃ ছোট এক প্রকার উদ্ভিদের পাতার শেষ প্রান্ত সরু হয়ে কিছুটা লম্বা হবার পর তা আবার একটি কলস বা অনেকটা জগ আকৃতির থলে মত সৃষ্টি করে। এর ভেতর কলসের মত ফাকা থাকে। তাই এই উদ্ভিদকে কলসী উদ্ভিদ বলে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই উদ্ভিদ মাংশাসী। কলসের ভেতর ইদুর বা ছোট জীব ব্যাঙ ইত্যাদি প্রবেশ করলে। কলসের ভেতরের গাত্র থেকে এক প্রকার বিষাক্ত পদার্থ বের হয়। এতে জীব মারা যায় ও ভেতরে পচতে শুরু করে। পচে শোষন উপযোগী হলে তা থেকে পুষ্টি শোষণ করে নেয়।