যেসকল রাসায়নিক পদার্থ অত্যান্ত জলনশীল অর্থাৎ সহজে আগুনে জ্বলে প্রচুর তাপ উৎপন্ন করে তাদের দাহ্য রাসায়নিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন। পেট্রোলিয়াম। এসিটিনিন, বিউটেন ইত্যাদি গ্যাস।
উল্লেখ্য কেরোসিন, ডিজেন, পেট্রোল, অক্টেন এগুলোকে সব একত্রে পেট্রোলিয়াম রাসায়নিক বলা হয়।