লবণের বৈশিষ্ট্যঃ লবণ হচ্ছে অম্ল ক্ষারক নিরপেক্ষ।
অধিকাংশ লবণ পানিতে দ্রবীভূত হয়। অধিংকাংশ লবণ আয়নিক যৌগ।
লবণ পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক ও ঋনাত্মক আয়ন উৎপন্ন করে।
লবণ অধিকতর সক্রিয় মৌলের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া করে। লবণ তড়িৎ বিশ্লেষ্য।
লবণ সাধারণত স্ফটিকার। এই স্ফটিক ক্ষুদ্র ক্ষুদ্র হতে পারে যেমন খাবার লবণ। আবার ক্লাস স্ফটিক হতে পারে যা বৃহত ক্লাস। যেমন ফিটকিরি। আবার পানির অনুবিহীন কিছু লবন গুড়া পাউডারের মতও হতে পারে।