কোন সিস্টেম কতৃক মোট কাজে রুপান্তরিত শক্তিকে মোট প্রদানকৃত শক্তি দ্বারা ভাগ করলে তার শতকরা হারকে কর্মদক্ষতা বলে। একে শতকরা হিসাবে প্রকাশ করা হয়।
কর্মদক্ষতা দুটি মানের অনুপাত বলে এর কোন একক নেই।
কর্মদক্ষতা গ্রীক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হয়।
ইটা = মোট রুপান্তরিত শক্ষি / মোট প্রদত্ত শক্তি
উল্লেখ্য। ইটা গ্রীক একটি অক্ষর। এটি দেখতে n মত। শুধু নিচের দিকে লম্বা।