বায়ু পরাগী ফুল: যে সব ফুলের পরাগরেণু বাতাসের মাধ্যমে বাহিত হয়ে ফুলের গর্ভাশয়ে পতিত হয়ে পরাগায়ন ঘটে তাকে বায়ু পরাগী ফুল বলে।
বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য: গর্ভমুন্ড আঠালো। ফুল রঙ্গিন বা সুগন্ধি হয়না।
ফুল শাখায় একটি না থেকে ছোট ছোট অনেক ফুল বা গুচ্ছ ফুল থাকে।
পরাগ খুবই ক্ষুদ্র ও হালকা হয়।