রাতের বেলা অজানা অশরীরীরিক কোন ভয় লাগা শব্দে সম্মোহিত হয়ে, মানসিক জ্ঞান লোপ পেয়ে যখন আনমনে অস্বাভাবিক আচরণ করে শব্দের পিছু যেয়ে চায় বা যেতে চেষ্টা করে তখন সামগ্রিক বিষয়কে নিশীথে পাওয়া বলে। এটি গ্রামেই দেখা যায়। মূলত এটি কুসংস্কার। একে ভৌতিক কাজ বলে গ্রামে বিশ্বাস করে থাকে।