যৌন দ্বিরূপতা হল একটি জীবের বংশ বৃদ্ধির অঙ্গ ও পদ্ধতির দ্বৈত রুপকে বোঝায়। নিন্মশ্রেণীর জীব যেমন ছত্রাক মস এগুলোতে যৌন দ্বিরূপতা বলতে কোন এক পদ্ধতিতে এদের বংশ বিস্তার স্বাভাবিক ভাবে হলেও এরা ভিন্ন অন্য পদ্ধতিতেও বংশ বৃদ্ধি করতে সাক্ষম হয়। এরুপ বৈশিষ্ট্যকে যৌন দ্বিরূপতা বলে।
আবার উচ্চ শ্রেণীর জীবে যৌন দ্বিরূপতা হল বংশ বৃদ্ধির জন্য একই প্রজাতির দুটি ভিন্ন লিঙ্গ বৈশিষ্টের জীবে যৌনাঙ্গের পার্থক্যকে বোঝায়। তবে এর সাথে প্রজননকালীন দেহের পরিবর্তনও যুক্ত থাকে। যেমন
স্ত্রী প্রাণিতে শুধু ডিম্বানু সৃষ্টি বা সন্তান ধারণের বৈশিষ্ট থাকে কিন্তু পুরুষ প্রাণীতে শূধু শুক্রাণু উৎপাদন ও তা প্রদানের ক্ষমতা থাকে। অন্য ভূমিকা থাকেনা। যেমন মানুষ। একই মানুষ হওয়া সত্বেও স্ত্রীদের বৈশিষ্ট ভিন্ন, যৌনাঙ্গের গঠন ভিন্ন, সন্তান ধারন ও সন্তাদের জন্য খাদ্য উৎপাদন(দুধ সৃষ্টি) ইত্যাদি বৈশিষ্ট বিদ্যমান। কিন্তু পুরুষের এধরণের কোন বৈশীষ্ট নাই। পুরুষের দৈহিক গঠন ভিন্ন, যৌনাঙ্গের গঠন ভিন্ন, শুধু শুক্রাণু উৎপাদন ও প্রক্ষেপণ করতে পারে।
কাজেই ভিন্ন লিঙ্গের মধে এই ভিন্ন যৌন বৈশিষ্ট্যই হল যৌন দ্বিরুপতা।