যখন কোনো বস্তু যে কোনো
প্রবাহী পদার্থ যেমন– তরল
বা বায়বীয় পদার্থের মধ্যে
গতিশীল থাকে তখন যে ঘর্ষণ
ক্রিয়া করে তাকে প্রবাহী
ঘর্ষণ বলে। যখন পুকুরে
সাঁতার কাটা হয় তখন পুকুরের
পানির মধ্য দিয়ে একটি
বাধাকে অতিক্রম করতে
হয়। আর এ বাধাই হলো
প্রবাহী ঘর্ষণ। প্যারাসুট
বায়ুর বাধাকে কাজে
লাগিয়ে কাজ করে। এখানে
বায়ুর বাধা হলো এক ধরনের
ঘর্ষণ বল যা পৃথিবীর
অভিকর্ষ বলের বিপরীতে
ক্রিয়া করে। খোলা
অবস্থায় প্যারাসুটের
বাহিরের তলের ক্ষেত্রফল
অনেক বেশি হওয়ায় বায়ুর
বাধার পরিমাণও বেশি হয়,
যার ফলে আরোহীর পতনের
গতি অনেক হ্রাস পায়। ফলে
আরোহী ধীরে ধীরে
মাটিতে নিরাপদে নেমে
আসে।