ত্বরণ হচ্ছে সময়ের সাথে
কোনো বস্তুর বেগের
পরিবর্তনের হার।ত্বরণ
একটি ভেক্টর রাশি।
ত্বরণকে সাধারণত f দ্বারা
সূচিত করা হয়। বেগের
পরিমাণ ও দিক আছে।
সুতরাং ত্বরণেরও পরিমাণ ও
দিক আছে। অতএব, ত্বরণ
একটি ভেক্টর রাশি।
ত্বরণের মাত্রা হলো LT−2
এবং একক হলো ms−2।
ত্বরণ এর প্রকারভেদঃ
ত্বরণ দু'রকমের হতে পারে,
যথা–সুষম ত্বরণ ও অসম ত্বরণ।
কোনো বস্তুর বেগ যদি
নির্দিষ্ট দিকে সবসময় একই
হারে বাড়তে থাকে
তাহলে সে ত্বরণ কে সুষম
ত্বরণ বা সমত্বরণ বলে। আর
বেগ বৃদ্ধির হার যদি সমান
না থাকে, তাহলে সে ত্বরণ
কে অসমত্বরণ বলা হয়।।