আদর্শ চাপে সর্বোচ্চ যে তাপমাত্রায় কোন তরল পদার্থ তরল ধর্ম বজায় রেখে থাকতে পারে। অতি সামান্য পরিমাণ তাপ দিলেই ফুটতে শুরু করে বা তরল বাষ্প হতে শুরু করে সেই তাপমাত্রাকে উর্ধ স্থিরাংক বলা হয়।
অন্যদিকে যে সর্বনিন্ম তাপমাত্রায় কোন তরল পদার্থ তরল ধর্ম বজায় রাখতে পারে, অতি সামান্য পরিমাণ তাপ কমালেই তা কঠিন পদার্থে রুপান্তর হতে শুরু করে সেই তাপমাত্রাকে নিন্ম স্থিরাংক বলে।