1 Answer

0 votes
by
স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।
ধরি স্থির আদিবেগ u এবং শেষবেগ v তাহলে নির্দিষ্ট সময় t হলে,
ত্বরণ a= (v-u) / t

যেহেতু ত্বরণ হল সমত্বরণ এবং অভিকর্ষ বল তা একে a এর বদলে g ধরা হয়।

g = (v-u) / t

বা, gt = v-u

বা, gt + u = v

বা, v = u + gt
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...