in ধর্ম ও আধ্যাত্মিক বিষয় by
বরাহ বা শুকুরের মাংস খেলে পাপ, নরক বাস হবে

1 Answer

0 votes
by
দিনোকৃষ্ণ ঠাকুর প্রশ্ন তুলেছেন ভগবান তো বিভিন্ন অবতার রুপ ধারণ করেছেন।

সকলের পায়খানা মাড়ালে ক্ষমা আছে কিন্তু বরাহ বা শুকরের পায়খানা মাড়ালে ক্ষমা নাই, নরকের দরজা খোলা। কেন? শুকর তো ভগবানের রুপ? শুকর খেলে নরকে যেতে হবে।

এখন প্রশ্ন হল হিন্দুরা তো শুকর খায়।  মেনে নিলাম তারা পাপ করে। কিন্তু ভগবান তো মৎস অবতার রুপ ধারণ করেছেন তাহলে তারা মাছ খায় কেন?

কচ্ছপ, শুকর হিন্দুদের কিছুটা প্রিয় খাদ্য। অথচ এ দুটোই ভগবানের রুপ। কুর্ম ও বরাহ।
অথচ কোন ভগবানই গরুর রুপ ধারণ করেনি। অথচ গো মাতা নাম দিয়ে গরু খাওয়া তারা ভয়ঙ্কর অপরাধ মনে করে। নিরামিষভোজী দোহায় দিয়ে তারা গরু নাও খেতে পারে। এটার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল কিন্তু যারা গরু খায় তাদের খাবার অপরাধে পিটিয়ে মারা হচ্ছে। অথচ নিজেরা কচ্ছপ শুকর নামক ভগবানের অবতারকে মেরে খাচ্ছে।
দিনোকৃষ্ণ ঠাকুর এই কপটতা, কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন বলেই ধর্মবাদীরা তার উপর নাখোশ।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...