in যৌনশিক্ষা by
মিলামিশার স্থান কেমন হবে

2 Answers

0 votes
by
মিলামিশার স্থান কেমন হবে নর-নারী মধুর মিলন হওয়া চাই গােপন এবং নিরালা নির্জন স্থান। রাতে হােক, দিনে হােক, খােলা ফাঁকা স্থানে কিংবা যেখানে উপরে চালা নেই - দিনে রােদ, রাতে তারার আলাে পড়ে- এমন স্থানে দুর্গন্ধময় স্থানে নয়, বাতাস বন্ধ স্থানে নয়, ভাল বাতাস চলাচল করে - এমন স্থানে নর-নারীর সঙ্গে মিলামিশা করবে প্রকাশ্য স্থানে নয়। কোন মুরব্বী, মান্যব্যক্তি, বুঝদার ছেলে মেয়ে যেন কাছে না থাকে, কেউ হঠাৎ দেখে ফেলতে পারে, কারাে নজরে পড়ে, কোন প্রকার লজ্জায় পড়তে হয়- এমন স্থানে মিলামিশা করবে না। নিশ্চিত নির্ভর স্থানে মিলামিশা করবে। যেখানে বিষম ঝগড়া বিবাদ, হৈ চৈ বা শিশুর কান্না শােনা যায়, কিংবা কারাে কাকুতি মিনতি ও কাঁন্না শুনা যায়, সেখানে সঙ্গম করবে না। কারন তাতে মনে ভয় ভীতি কি উচাটন ও চঞ্চলতা আসতে পারে । তাই এমতাবস্থায় সঙ্গম করলে তাতে সঙ্গমের পুরাে সাধ পাওয়া যায়। আর তাতে গর্ভ সঞ্চার হলেও ভাল সন্তান হয় না- ভীরু ও কাপুরুষ সন্তান হবার আশঙ্কাই থাকে বেশী। নর-নারীতে দিনে দুপুরে মিলতে গেলে শরমে পড়বার অনেকটা ভয় থাকে। যাতে করাে দৃষ্টি না পড়ে- তেমন সতর্কতার সঙ্গে দিনেও সঙ্গম করতে বাঁধা নেই। তবে নেয়ে খেয়ে ভরাপেটে সঙ্গম করা উচিত নয়। কারণ এতে উদরাময়ের নিশ্চিত সম্ভাবনা থাকে।
0 votes
by
মিলামিশার স্থান কেমন হবে নর-নারী মধুর মিলন হওয়া চাই গােপন এবং নিরালা নির্জন স্থান। রাতে হােক, দিনে হােক, খােলা ফাঁকা স্থানে কিংবা যেখানে উপরে চালা নেই - দিনে রােদ, রাতে তারার আলাে পড়ে- এমন স্থানে দুর্গন্ধময় স্থানে নয়, বাতাস বন্ধ স্থানে নয়, ভাল বাতাস চলাচল করে - এমন স্থানে নর-নারীর সঙ্গে মিলামিশা করবে প্রকাশ্য স্থানে নয়। কোন মুরব্বী, মান্যব্যক্তি, বুঝদার ছেলে মেয়ে যেন কাছে না থাকে, কেউ হঠাৎ দেখে ফেলতে পারে, কারাে নজরে পড়ে, কোন প্রকার লজ্জায় পড়তে হয়- এমন স্থানে মিলামিশা করবে না। নিশ্চিত নির্ভর স্থানে মিলামিশা করবে। যেখানে বিষম ঝগড়া বিবাদ, হৈ চৈ বা শিশুর কান্না শােনা যায়, কিংবা কারাে কাকুতি মিনতি ও কাঁন্না শুনা যায়, সেখানে সঙ্গম করবে না। কারন তাতে মনে ভয় ভীতি কি উচাটন ও চঞ্চলতা আসতে পারে । তাই এমতাবস্থায় সঙ্গম করলে তাতে সঙ্গমের পুরাে সাধ পাওয়া যায়। আর তাতে গর্ভ সঞ্চার হলেও ভাল সন্তান হয় না- ভীরু ও কাপুরুষ সন্তান হবার আশঙ্কাই থাকে বেশী। নর-নারীতে দিনে দুপুরে মিলতে গেলে শরমে পড়বার অনেকটা ভয় থাকে। যাতে করাে দৃষ্টি না পড়ে- তেমন সতর্কতার সঙ্গে দিনেও সঙ্গম করতে বাঁধা নেই। তবে নেয়ে খেয়ে ভরাপেটে সঙ্গম করা উচিত নয়। কারণ এতে উদরাময়ের নিশ্চিত সম্ভাবনা হয়।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...