in ধর্ম ও আধ্যাত্মিক বিষয় by
ওঁ শান্তি শান্তি শান্তি তিনবার শান্তি পাঠের প্রয়োজন

2 Answers

0 votes
by
এর সঠিক অর্থ হচ্ছে"হে ঈশ্বর,আত্মজ্ঞান লাভের সকল বাধাবিঘ্ন দুর করূন"।

তিন প্রকার বাধা দুর করার জন্য তিনবার শান্তি: বলা হয়। তিনটি বাঁধা হল-

১. আধ্যাত্মিক- আত্মায় ও শরীরে অবিদ্যা, রাগ, দ্বেষ, মূর্খতা এবং জ্বর পীড়াদি হয়।

২. আধিভৌতিক- যাহা শত্রু, ব্যাঘ্র এবং সর্পাদি হইতে প্রাপ্ত হওয়া যায়।

৩. আধিদৈবিক- যাহা অতিবৃষ্টি , অতিশীলা, অতিউষ্ণতা এবং মন ও ইন্দ্রিয় সমূহের অশান্তি হইতে উৎপন্ন হয়।

হে ব্রহ্ম (ঈশ্বর) আপনি আমাদেরকে এই বিবিধ ক্লেশ হতে দূরে রাখিয়া সর্বদা কল্যাণ কর্মে প্রবৃত্ত করুণ। কেননা, আপনিই কল্যাণস্বরূপ সমগ্র জগতের কল্যাণকারী এবং ধার্মিক ও মুমুক্ষদের কল্যাণদাতা।

অতএব তা আপনি স্বয়ং নিজ কৃপায় সকল জীবের হৃদয়ে প্রকাশিত হউন, যেন সকল জীব ধর্মাচরণ করে, অধর্ম পরিত্যাগ করিয়া পরমানন্দ প্রাপ্ত হয় ও দুঃখ হতে দূরে থাকে।
0 votes
by
এর সঠিক অর্থ হচ্ছে"হে ঈশ্বর,আত্মজ্ঞান লাভের সকল বাধাবিঘ্ন দুর করূন"। তিন প্রকার বাধা দুর করার জন্য তিনবার শান্তি: বলা হয়। তিনটি বাঁধা হল- ১. আধ্যাত্মিক- আত্মায় ও শরীরে অবিদ্যা, রাগ, দ্বেষ, মূর্খতা এবং জ্বর পীড়াদি হয়। ২. আধিভৌতিক- যাহা শত্রু, ব্যাঘ্র এবং সর্পাদি হইতে প্রাপ্ত হওয়া যায়। ৩. আধিদৈবিক- যাহা অতিবৃষ্টি , অতিশীলা, অতিউষ্ণতা এবং মন ও ইন্দ্রিয় সমূহের অশান্তি হইতে উৎপন্ন হয়। হে ব্রহ্ম (ঈশ্বর) আপনি আমাদেরকে এই বিবিধ ক্লেশ হতে দূরে রাখিয়া সর্বদা কল্যাণ কর্মে প্রবৃত্ত করুণ। কেননা, আপনিই কল্যাণস্বরূপ সমগ্র জগতের কল্যাণকারী এবং ধার্মিক ও মুমুক্ষদের কল্যাণদাতা। অতএব তা আপনি স্বয়ং নিজ কৃপায় সকল জীবের হৃদয়ে প্রকাশিত হউন, যেন সকল জীব ধর্মাচরণ করে, অধর্ম পরিত্যাগ করিয়া পরমানন্দ প্রাপ্ত হয় ও দুঃখ হতে দূরে থাকে এটি।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...