নবীদের ওপর নাযিল হওয়া কিতাবগুলোর একটি তালিকা নিচে দেয়া হলো:
১. হজরত আদম (আ.)
কিতাব: সাহিফা (লেখা/পত্রিকা)
২. হজরত শীস (আ.)
কিতাব: সাহিফা
৩. হজরত ইদ্রিস (আ.)
কিতাব: সাহিফা
৪. হজরত নূহ (আ.)
কিতাব: সাহিফা
৫. হজরত আব্রাহাম (আ.)
কিতাব: সাহিফা
৬. হজরত মূসা (আ.)
কিতাব: তাওরাত (তওরাত)
৭. হজরত দাউদ (আ.)
কিতাব: জবুর (যবূর)
৮. হজরত ঈসা (আ.)
কিতাব: ইনজীল (ইঞ্জিল)
৯. হজরত মুহাম্মদ (সা.)
কিতাব: কুরআন
এই কিতাবগুলো বিভিন্ন নবীর ওপর আল্লাহর নির্দেশনা হিসেবে নাযিল হয়েছে এবং প্রত্যেকটি কিতাব সেই সময়ের মানুষের জন্য গাইডলাইন হিসেবে কাজ করেছে। ইসলাম অনুযায়ী, সর্বশেষ কিতাব হলো কুরআন, যা হজরত মুহাম্মদ (সা.) এর ওপর নাযিল হয়েছে। কুরআন সকল মানব জাতির জন্য সর্বজনীন ও চূড়ান্ত নির্দেশনা হিসেবে গণ্য হয়।