শিশুদের ঘুম পাড়ানি একটি জনপ্রিয় ছড়া হচ্ছে-
পাড়া জুড়ালো
ছেলে ঘুমালো
বর্গী এলো দেশে,
বুলবুলিতে ধান খেয়েছে
খাজনা দিবো কিসে।
গ্রাম বাংলার মানুষের কাছে এই ছড়াটি খুবই পরিচিত ছিল।
কিন্তু ছড়াটির ইতিহাস এবং গাওয়ার উদ্দেশ্য খুবই ভয়নক ঘটনা।
ব্রিটিশ শাসনের আগে পর্তুগীজ অঞ্চল থেকে মানুষ ভারতীয় উপমহাদেশে আগমন করে ব্যবসার জন্য। কিন্তু ক্রমে তারা ক্ষমতা ও কৌশলের দ্বারা এদেশ শাসন করে। সরাসরি পর্তুগীজদের ফিরিঙ্গি বলা হত কিন্ত আরও কিছু গোষ্ঠীর একটি হল বর্গী। তাদের অত্যাচার ছিল খুবই নিদারুণ ভয়নক। তারা গ্রামে ঢুকলেই মানুষ পালিয়ে একেবারে সাড়া শব্দহীন সুনসান হয়ে যেত লোকালয়। এই স্মৃতি বেদনা পরবর্তীতে শিশুদের বলে ঘুম পাড়িয়ে শান্ত করে রাখার মত ছড়া তৈরি হয়।