পারস্যের নতুন সম্রাট শেরওয়াহুর কাছ থেকে বাযান যে নির্দেশটি পেলেন তা ছিল হযরত মুহাম্মদ (সা.)-কে হত্যার আদেশ। বাযান ছিলেন ইয়েমেনের গভর্নর এবং সেই সময়ে পারস্য সম্রাজ্যের অধীনে ছিলেন। ইসলাম প্রচারের এক পর্যায়ে, হযরত মুহাম্মদ (সা.) বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। এর মধ্যে পারস্যের সম্রাট খসরু পারভেজও ছিলেন। খসরু পারভেজ এই চিঠির জন্য রাগান্বিত হন এবং মুহাম্মদ (সা.)-কে হত্যা করার আদেশ দেন।
খসরু পারভেজ এই নির্দেশ শেরওয়াহুকে দিয়ে যান, কিন্তু খসরু পারভেজের মৃত্যুর পর শেরওয়াহু তার বাবার নির্দেশ পালন করার বদলে বাযানকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেন। পরে বাযান ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের প্রতি তার আনুগত্য ঘোষণা করেন।