তারা হলেন- ১. ইকরামাহ বিন আবূ জাহেল, ২. ওয়াহশী বিন হারব, (রাসূল (সঃ) এর চাচা হামযার হত্যাকারী) ৩. আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যে হামযার কলিজা চিবিয়েছিল। ৪. হাবার, যে রাসূল (সঃ) -এর কন্যা যায়নব রো)-কে মক্কা থেকে মদিনায় আসার পথে বল্পম দিয়ে এত মারাত্মকভাবে আঘাত করেছিল যে, এঁ প্রচণ্ড আঘাতে তিনি ইন্তিকাল করেন। ৫. কোরাইশ নেতা সাফওয়ান বিন উমাইয়া ও