in সাধারণ জিজ্ঞাসা by
স্বভোজী উদ্ভিদ কী ?

আমগাছ কী স্বভোজী ?

1 Answer

0 votes
by
সকল সবুজ উদ্ভিদ বা গাছ স্বভোজী। এমনকি যদি গাছের কিছু অংশ রঙ্গিনও হয় যেমন পাতাবাহার গাছ সেগুলোও স্বভোজী গাছ।

আমগাছ অবশ্যই স্বভোজী গাছ।
আমরা দুচোখে গাছ হিসাবে যাই দেখি তারা সবাই স্বভোজী।

শুধু অসবুজ গাছ স্বভোজী নয়, কিন্তু এই অসবুজ গাছই আমরা কোথাও দেখিনা কারণ অসবুজ মূলত নিন্ম শ্রেণির কিছু উদ্ভিদ যাদের গাছ হিসাবে আমরা চিনিনা। যেমন ব্যাঙ্গের ছাতা। এরা স্বভোজী নয়। কিন্তু অধিকাংশ মানুষ জানে এটি গাছ নয়। বরং কিছু মানুষ মনে করে কুকুরে হিসু করলে সেখানে ব্যাঙের ছাতা হয়। বাস্তবে ব্যাঙের ছাতা নিন্মশ্রেণির উদ্ভিদ
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...