সকল সবুজ উদ্ভিদ বা গাছ স্বভোজী। এমনকি যদি গাছের কিছু অংশ রঙ্গিনও হয় যেমন পাতাবাহার গাছ সেগুলোও স্বভোজী গাছ।
আমগাছ অবশ্যই স্বভোজী গাছ।
আমরা দুচোখে গাছ হিসাবে যাই দেখি তারা সবাই স্বভোজী।
শুধু অসবুজ গাছ স্বভোজী নয়, কিন্তু এই অসবুজ গাছই আমরা কোথাও দেখিনা কারণ অসবুজ মূলত নিন্ম শ্রেণির কিছু উদ্ভিদ যাদের গাছ হিসাবে আমরা চিনিনা। যেমন ব্যাঙ্গের ছাতা। এরা স্বভোজী নয়। কিন্তু অধিকাংশ মানুষ জানে এটি গাছ নয়। বরং কিছু মানুষ মনে করে কুকুরে হিসু করলে সেখানে ব্যাঙের ছাতা হয়। বাস্তবে ব্যাঙের ছাতা নিন্মশ্রেণির উদ্ভিদ