না। একদমই না। নায়ক নায়িকাদের বাস্তব জীবন আমাদেরই মতই।
তাদের যে অভিনয় জীবন যাপন, সংগ্রাম ইত্যাদি আমরা দেখি তা পরিচালক, লেখকের কল্পনার গল্পকে কৃত্রিম অভিনয় দিয়ে ফুটিয়ে তোলা। এগুলো করা হয় বিনোদন ফ্যান্তাসির জন্য। যাতে সাধারণ মানুষ তাদের অবসরে এগুলো উপভোগ করে বিশ্রাম ও সময় কাটাতে পারে।
এগুলোর মাধ্যমে আবার কিছু শিক্ষা বা বার্তাও দেওয়া হয়।
এই জীবন ওদের আসল জীবন নয়।