in শিক্ষা বিভাগ by
আকরিকের ঘণিকরণ কাকে বলে ?

1 Answer

0 votes
by
খনি থেকে তোলা আকরিকে নানা অপদ্রব্য ও ময়লাসহ অন্য আকরিকের কিছু উপাদান প্রভূতি থাকে। তাই এসব অপদ্রব্য দূর করে আকরিক কে যথাসম্ভব বিষুদ্ধ করা হয়। এটি আকরিকের ঘণীকরন। ঘন কথাটি থেকে ঘনীকরণ শব্দ এসেছে।

আকরিকের ঘনীকরণঃ অপদ্রব্য মেশানো কোন আকরিককে চূর্ণ করে পানিতে ধুয়ে বা বিশেষ ফেনা ভাসমান পদ্ধতিতে আকরিক থেকে অপদ্রব্য দূর করে বিশুদ্ধ আকরিকের ঘন দ্রবণ বা পদার্থে পরিণত করাকে ঘনীকরণ বলে।

ঘণী অর্থই হল ঘণ বা আটানো বা জমানো। গাঢ়ীকরণ ইত্যাদি।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...