খনি থেকে তোলা আকরিকে নানা অপদ্রব্য ও ময়লাসহ অন্য আকরিকের কিছু উপাদান প্রভূতি থাকে। তাই এসব অপদ্রব্য দূর করে আকরিক কে যথাসম্ভব বিষুদ্ধ করা হয়। এটি আকরিকের ঘণীকরন। ঘন কথাটি থেকে ঘনীকরণ শব্দ এসেছে।
আকরিকের ঘনীকরণঃ অপদ্রব্য মেশানো কোন আকরিককে চূর্ণ করে পানিতে ধুয়ে বা বিশেষ ফেনা ভাসমান পদ্ধতিতে আকরিক থেকে অপদ্রব্য দূর করে বিশুদ্ধ আকরিকের ঘন দ্রবণ বা পদার্থে পরিণত করাকে ঘনীকরণ বলে।
ঘণী অর্থই হল ঘণ বা আটানো বা জমানো। গাঢ়ীকরণ ইত্যাদি।