হাওয়া (রাঃ) আদমের পাজরের হাড় থেকে সৃষ্টি।
বিজ্ঞানীরা ক্লো করে পিতা ছাড়া জীব সৃষ্টির পথ বের করেছেন। অনেকেই এটি শুনলে নেতিবাচক মনোভাব দেখান। কিন্তু এই গবেষণা ইসলামে আদমের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি পথ থেকেই এসেছে। মহান আল্লাহ হাওয়া সৃষ্টির ইতিহাস আমাদের জানিয়ে গবেষণা পথ বাতলে দিয়েছেন।