in সাধারণ জিজ্ঞাসা by
বামন বলতে কী বোঝায় ?

1 Answer

0 votes
by
সাধারণ অর্থে বামন বলতে বেটে, বেড়ে বা বয়স্ক কিন্তু উচ্চতায় অনেক খাট মানুষকে বামন বলা হয়। তবে বিশেষ ভাবে সনাতন ধর্মে ছোট বেটে বা খাটো কিন্তু ধর্মজ্ঞানী পুরোহিত ধরণের মানুষদের বামন বলে। এখানে তাদের বামন বলাটা বিশেষ সম্মানের চোখে দেখা হয়। খটো মানুষ হিসাবে তাচ্ছিল্যভাবে দেখার কোন প্রবণতা বা সুযোগ নাই। এভাবে দেখা হয়না। কথিত আছে যে বামনদের কথা সত্য হয়। অর্থাৎ তারা যা বলে তা ফলে। বিশেষ ভাবে তারা রেগে কাউকে অভিশাপ দিলে তা ঘটে। তবে বর্তমান আধুনিক যুগে এখন আর এগুলোকে কেউ গুরুত্ব দেয় না।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...